নড়াইলে শতাধিক জাল দলিল সিল স্ট্যাম্পসহ গ্রেফতার-১

0
397

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের রামনগর এলাকা থেকে জালদলিল, স্ট্যাম্প, জালপরচা, দাখিলা বই, নামপত্তনের কাগজ ও সিলসহ প্রতারক ফুল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৪ জুন) দুপুরে ফুল মিয়ার নামে কালিয়া থানায় মামলা হয়েছে। এর আগে গতকাল রোববার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। ফুল মিয়া রামনগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ধরে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পুলিশ জানায়, ফুল মিয়ার কাছ থেকে শতাধিক জালদলিল, স্ট্যাম্প, জালপরচা, দাখিলা বই, নামপত্তনের কাগজসহ বিভিন্ন সরকারি অফিসপ্রধানের একাধিক সিল উদ্ধার করা হয়েছে। তিনি (ফুল মিয়া) অস্তিত্বহীন দলিল তৈরি করে ভুয়া ব্যক্তিদের দাতা সাজিয়ে প্রতারণা করে আসছিলো। নড়াইলের কালিয়া থানার ওসি শেখ শমসের আলী নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ফুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ফুল মিয়ার কাছ থেকে শতাধিক জালদলিল, স্ট্যাম্প, জালপরচা, দাখিলা বই, নামপত্তনের কাগজসহ বিভিন্ন সরকারি অফিসপ্রধানের একাধিক সিল উদ্ধার করা হয়েছে। তিনি (ফুল মিয়া) অস্তিত্বহীন দলিল তৈরি করে ভুয়া ব্যক্তিদের দাতা সাজিয়ে প্রতারণা করে আসছিলেন
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here