আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ছামিনা বেগম (৪০) নামে নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আঃ ওয়াহেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান। এতে বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (কুটিপাড়া) গ্রাম থেকে গ্রামের নিজ বাড়ি থেকে ছামিনা বেগম ৫৩ টি ইয়াবা ট্যাবলেটসহ ছামিনাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ছামিনা ঐ গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী। এদিকে, রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের ৩ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়। এরা হয় ঐ গ্রামের আব্দুর রহমানের পুত্র ফারুক হোসেন (২৫) গোলাপ উদ্দীনের পুত্র আজাদ হোসেন (৫০)ও শামসুল হকের পুত্র ছামিউল ইসলাম (৪০)। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জÑ এসএম আব্দুস সোবাহান বলেন এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ঠ আইনে পৃথক মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।
খবর ৭১/ইঃ