ঈশ্বরগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আটক

0
398

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী জহিরুলকে আটক করা হয়েছে। রোববার ভোরে বাড়িতে আসলে গ্রামবাসী তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল জানায়, স্ত্রীর সাথে কথাকাঁটাকাটির জের ধরে এক পর্যায়ে স্ত্রীর গলায় চেপে ধরে হত্যা করে। পুলিশ জহিরুলকে রোববার দূপুরে আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, শনিবার সকালে স্ত্রী মুর্শিদাকে বসত ঘরে ডেকে নিয়ে হত্যা করে স্বামী জহিরুল। হত্যার পর স্বপরিবার পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এঘটনায় মুর্শিদার বাবা মো. আব্দুল খালেক বাদী হয়ে জহিরুল সহ ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এঘটনায় পালিয়ে যাওয়া জহিরুল রোববার ভোরে বাড়ি থেকে মালামাল নিতে আসলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুলকে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করেছে জহিরুল। তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here