ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪

0
358

খবর ৭১ঃঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন ।

নিহতরা হলো- সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের রাইচ উদ্দিন শেখের ছেলে বজলু রহমান ( ৩৫) পোড়াহাটি গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল আজিজ (৪২), কালীগঞ্জ বড় শিমলা গ্রামের হোসেন আলী ছেলে কবির হোসেন (৩৮ ) এছাড়া একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার এসব দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইদহ শহরের আরাপপুর বাঘমারা ব্রীজের মাহিন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। এসময় আহত হন আরো ৫জন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পাকা রাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন বজলুর রহমান।

কালীগঞ্জ উপজেলার কৃষক কবির হোসেন পাওয়াট্রিলার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান। সকালের দিকে মটরসাইকেল চড়ে বাড়ি ফেরার পথে জেলা শহরের ধোপাঘাটা ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে নিহত হন আজিজ ।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here