মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল বৃহস্পতিবার সকালে শালিখা উপজেলার কাতলী গ্রামে বজ্রপাতে রোজিনা বেগম (২৬ ) নামে এক গৃহিনী মারা গেছে। নিহত রোজিনা বেগমের স্বামীর নাম শিমুল তরফদার । জানা গেছে , বৃহস্পতিবার শালিখার কাতলী গ্রামে সকাল ৯ টাই প্রচন্ড বৃষ্টি শুরু হলে রোজিনা বেগম তার নিজ বাড়ীর বাইরে কাজ করছিল । এ সময় সে বজ্রপাতে আঘাত পেয়ে ঘটনা স্থলে মারা যায় । নিহত রোজিনা বেগম ২ সন্তানের জননী । রোজিনার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
খবর ৭১/ই: