বারইয়ারহাটে সামছুন-সালমা স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

0
789

রেদোয়ান জনি, মিরসরাই:
মিরসরাই উপজেলার বারইয়ারহাটে সামছুন-সালমা স্কুল এন্ড কলেজে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) সকালে স্কুল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদা। সামছুন-সালমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তানিয়া নাছরিনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল কাদের হোসাইনী, সোনাপাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল খায়ের, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সানজিদা আক্তার, মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদকও প্রকাশক এম আনোয়ার হোসেন, স্কুলের ধর্মীয় শিক্ষক নুরুল আলম, সমাজকর্মী গাজী নিজাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরাও।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here