খবর৭১:আর্কাডি বেবচেঙ্কো নামের রাশিয়ার ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে ইউক্রেনের কিয়েভে গুলি করে হত্যা করা হয়েছে। এমনটাই জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
কিন্তু তিনি বেঁচে আছেন। ইউক্রেনের একটি টেলিভিশনে বুধবার তিনি সংবাদিকদের মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক আর্কাডি বেবচেঙ্কোর মৃত্যুর অসত্য খবর প্রকাশের ঘটনার কড়া সমালোচনা করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ। এদিকে, বেবচেঙ্কোর মৃত্যুর ভোয়া খবর প্রকাশের ঘটনাকে ‘তথ্য যুদ্ধের অংশ’ বলে অভিহিত করেছে রিপোটার্স উইদাউট বর্ডার নামের আর্ন্তজাতিক সংস্থা।
বেবচেঙ্কো রাশিয়ার সরকারের একজন বলিষ্ঠ সমোলোচক। তিনি রাশিয়ার একটি মিডিয়ার যুদ্ধ বিষয়ক প্রতিবেদক ছিলেন। ইউক্রেনের কিয়েভে এটিআর টিভি তে একজন নিউজ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সাংবাদিক বেবচেঙ্কোকে তার ফ্ল্যাটের প্রবেশ পথে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়েছে।
বেবচেঙ্কোর স্ত্রী জানান, বেবচেঙ্কো ২০১৬ সালে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে লেখালেখি করেছিলেন। এ জন্য তাকে হুমকি দেওয়ায় তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
তিনি জানান, বেবচেঙ্কো প্রাণের ভয়ে রাশিয়া ত্যাগ করে প্রথমে প্রাগে যান। এরপর তিনি ইউক্রেনের রাজধানীতে বসবাস শুরু করেন।
সূত্র: বিবিসি
খবর৭১/জি: