অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: রোকন উদ্দিন বাবুল

0
475

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রোকন উদ্দিন বাবুল বলেছেন, বর্তমানে দেশের যে চরম সংকট চলছে তা রোধকল্পে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তাই দুই দলের সহিংস অপরাজনীতিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে।
সোমবার (২৮ মে) সন্ধ্যায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীদিনে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেজন্য নেতাকর্মীদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
ভেলাবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলাম (রাজ্জাক) এর স লনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামসুজ্জামান সবুজ, ভেলাবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here