কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় নালু মোল্লা (৫৫)নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে কোটালীপাড়ার রাধাগঞ্জ এলাকায় নিজের ইঞ্জিন চালিত ভ্যানগাড়ী উল্টে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জ এলাকায় ভ্যান চালক নালু মোল্লা নিজ ইঞ্জিন চালিত ভ্যানগাড়ী উল্টে মারাত্মক আহত হন। মারাত্মক আহত অবস্থায় তাকে কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।