ড. কামরুল আ্হসানের সাথে বিপিএটিসি স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশন কতৃপক্ষের সাক্ষাৎ

0
829

খবর ৭১:   গুলশান কার্যালয়ে আজ বুধবার কামরুল গ্রুপের চেয়ারম্যান, ম্যাস্ট্রো গ্রুপের চেয়ারম্যান, মোবিলিটি গ্রুপের সিইও, খবর ৭১ এর সম্পাদক ও প্রকাশক ড.কামরুল আ্হসানের সাথে বিপিএটিসি স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশন কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন এলামনাই উদ্যোক্তা হাফিজুল্লাহ খান লিটন (সিনিয়র সহকারী সচিব),আলী রেজা (সিনিয়র সহকারী সচিব), দিদারুল আলম, আনিস, শাকিল, খবর ৭১ এর নিউজ এডিটর মোহাম্মদ রাশিদুল হাসান তামিম।
এই   অনুষ্ঠানে বিপিএটিসি স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশন আগামীর পথচলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় কিভাবে বিপিএটিসি স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের অগ্রগতি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

 

 

এসোসিয়েশনের কার্যক্রম বৃদ্ধি ও এর কর্মপদ্ধতি নিয়ে ড. কামরুল আহসানের সাথে মতবিনিময় করেন।

আগামী ২২ জুন সাভারের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এসোসিয়েশনের সংশ্লিষ্ট সাংগঠনিক ব্যক্তিবৃন্দের সাথে এক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজকের সৌজন্য স্বাক্ষাৎ ও ইফতার শেষে ড. কামরুল আহসান বিপিএটিসি স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের সম্মানিত ব্যক্তিদের উপহার প্রদান করার মাধ্যমে আলোচনা অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here