লালমনিরহাট জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল

0
336

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট : লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৭মে) সার্কিট হাউস সভাকক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ বজলুর রহমান। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস.এম. রশিদুল হক, সিভিল সার্জন ডা: কাশেম আলী, বিজিবি, মিলেটারি ফার্ম কর্মকর্তা, জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ। ইফতারের পূর্বে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here