আদিতমারী-কালীগঞ্জে এরশাদের শাসনামলে ব্যাপক উন্নয়ন হয়েছে

0
366

হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি:
জাতীয় পাটি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল বলেছেন, লালমনিরহাট-২(আদিতমারী-কালীগঞ্জে) আসনে পল্লী-বন্ধু এরশাদের শাসনামলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার ফলে অতীতের ছয়টি নির্বাচনে এ আসনে জাতীয় পাটি’র প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলো। এবারো আদিতমারী-কালীগঞ্জে লাঙ্গলের জয়ধ্বনি শুনতে পাচ্ছি।
রবিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে চন্দ্রপুর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টি শান্তির রাজনীতিতে বিশ্বাসী। তাই এ আসনের মানুষ অতীতের নির্বাচন গুলোতে দল, মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টির সুনাম বৃদ্ধি করেছে। আগামী নির্বাচনেও লালমনিরহাট-২ আসনের লাঙল প্রিয় মানুষ এরশাদকে এ আসনটি আবারো উপহার দিবে।
চন্দ্রপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওয়াহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ নাজির হোসেন আহমেদ, সম্পাদক বিধান চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সবুজ প্রমূখ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here