হাসান মাহমুদ , লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে হাতীবান্ধা উপজেলা মেডিকেল মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। লাশের পরিচয় এখনো জানা যায়নি। তবে চেষ্ঠা চলছে। লাশটি একটি পুরোনো লুঙ্গি দিয়ে মোড়ানো ছিল। আর এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।