খবর৭১হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপাষ্ট কাষ্টমস থেকে আব্দুল মোতালব (৪৫) নামের ভারতগামী এক যাত্রীর জুতার ভিতর থেকে এক কজি ওজনের সাড়ে ৯টি স্বরণের বার উদ্ধারসহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে বেনাপাল শুল্ক গোয়ন্দা সোনার বারগুলো আটক করেন। সে গাজীপুর জেলার টংগী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বেনাপাল কাস্টমস শুল্ক গোয়েন্দারা রাজস্ব কর্মকর্তা ছবি রনী দত্ত জানায়, দর্শনা চেকপাষ্ট দিয়ে বিপুল পরিমান স্বর্ণের বার ভারতে চালান হবে -এমন সংবাদের ভিত্তিতে বেনাপােল কাস্টমস শুল্ক গােয়েন্দার নিরে্দেশে ইন্সপেক্টার সাজিদসহ ৮ সদস্যর একটি টিম শুক্রবার সকাল ৭ টা থেকে দর্শনা চেকপোষ্টে অবস্থান করছিল। সকাল ১০ টার দিকে ভারতগামী বাংলাদশী নাগরকি আবদুল মোতালবকে আটক করে কাষ্টমস অফিসে রাখা হয়। পরে দুপুর ২টার দিক শুল্ক গায়েন্দা কর্মকরতা ও সাংবাদিকের উপস্থিতে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার ভিতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি। মূল্য প্রায় অর্ধ কাটি টাকা। দর্শনা কাষ্টমসে সোনার বারগেুলো জমা দেওয়া হয়েছে। এছাড়া আটককৃত আবদুল মোতালবকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে সােনা চোরাচালানের মামলা করা হয়েছে।
খবর৭১/জি: