চুয়াডাঙ্গার দর্শনা চেকপােষ্টে ভারতগামী যা­ত্রী আটক ॥ এক কজি সাোনা উদ্ধার

0
369

খবর৭১হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হু­­দা উপজেলার দর্শনা সীমান্ত চেকপাষ্ট কা­ষ্টমস থেকে আব্দুল মোতালব (৪৫) নামের ভার­তগামী এক যা­ত্রীর জু­তার ভিতর থেকে এক কজি ওজনের সাড়ে ৯টি স্বর­ণের বার উদ্ধারসহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে বেনাপাল শুল্ক গোয়ন্দা সোনার বারগুলো আটক করেন। সে গাজীপুর জেলার টংগী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কা­শেমের ছেলে।

বেনাপাল কাস্টমস শুল্ক গোয়েন্দারা রাজস্ব কর্ম­কর্তা ছবি রনী দত্ত জানায়, দর্শনা চেকপাষ্ট দিয়ে বিপুল পরিমান স্বর্ণের বার ভা­রতে চালান হবে -এমন সংবা­দের ভিত্তিতে বেনাপােল কাস্টমস শুল্ক গােয়েন্দার নিরে্দেশে ইন্সপেক্টার সা­জিদসহ ৮ সদস্যর একটি টিম শুক্রবার সকাল ৭ টা থেকে দর্শনা চেকপোষ্টে অবস্থান­ করছিল। সকাল ১০ টার দিকে ভারতগামী বাংলাদশী নাগরকি আব­দুল মোতাল­বকে আটক করে কাষ্টমস অফিসে রাখা হয়। পরে দুপুর ২টার দিক শুল্ক গায়েন্দা কর্মকর­তা ও সাংবাদিকের উপস্থিতে তার দেহ তল্লাশি  করে পায়ের জুতার ভিতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি। মূল্য প্রায় অর্ধ কাটি টা­কা। দর্শনা কাষ্টমসে সোনার বারগেুলো জমা দেওয়া হয়েছে। এছাড়া আটককৃত আব­দুল মোতালবকে দামুড়হু­দা মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে সােনা চোরাচালানের মামলা করা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here