সরকারবিরোধী বড় আন্দোলনের প্রস্তুতি আলবেনিয়ায়

0
450

খবর৭১:সরকারের সঙ্গে মাদকবিক্রেতাদের যোগসাজশের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতমির জাফাজের পদত্যাগ দাবিতে রাজধানী তিরানায় বড় রকমের আন্দোলনের প্রস্তুতি নিয়েছে আলবেনিয়ার বিরোধী দলগুলো।

এরআগে গত সপ্তাহ থেকে দেশটির সংসদ কার্যত অচল করে রেখেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দেশটির সংসদে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বাদে কোনো বিষয়ে কোনো ধরনের শুনানি বন্ধ রয়েছে।

তবে এর মধ্যেও পরিস্থিতি খুব স্বাভাবিক দেখিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী এদি রমনা। দলের সমর্থকদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন তিনি, একইসঙ্গে বিভিন্ন বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনছেন।

এসব বৈঠকে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন রমনা।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতমিরের বিরুদ্ধে যেসব অভিযোগ বিরোধীরা তুলছেন সেগুলোকে মনগড়া আখ্যায়িত করে উল্টো অভিযোগ করা হচ্ছে, আসছে জুনে আলবেনিয়ার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে যে আলোচনা শুরুর কথা রয়েছে তা ভেস্তে দিতেই এসব করা হচ্ছে।

বিরোধীদের কর্মকাণ্ডকে দেশের বিরুদ্ধে নজিরবিহীন প্রতারণা বলেও দাবি করেছেন তিনি। একইসঙ্গ বলেছেন, এগুলো ইইউবিরোধী প্রপাগান্ডা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here