ছাত্রলীগ নেতাকে পেটালেন ইউপি সদস্য

0
309

খবর ৭১ঃচাঁদপুরের কচুয়ায় ছাত্রলীগের সভাপতি মো. শরীফ হোসেনকে (২৪) পিটিয়েছেন এক ইউপি সদস্য। কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

আহত শরীফ হোসেন উপজেলার নোয়াদ্দা গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে ও কাদলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি।

হাসপাতালে চিকিৎসাধীন এ নেতা জানান, বৃহস্পতিবার বিকালে ইউপি কার্যালয়ে হতদরিদ্রদের নামের তালিকা নিয়ে কথা বলতে চাইলে ইউপি সদস্য মো. ওবায়েদ মিয়া ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মো. ওবায়েদ মিয়ার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কাদলা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়ই আমার লোক। ঘটনাটি মীমাংসার জন্য রোববার সালিশি বৈঠক ডাকা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here