খবর ৭১ঃ রাশিয়ার সামরিক বাহিনীর হাতে নতুন অ্যাভানগ্রাদ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করতে যাচ্ছে দেশটির সরকার। এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার সোচি শহরে এক বৈঠকে পুতিন এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার নতুন এই পরমাণু অস্ত্র যে কোনো বিদেশি অস্ত্রের চেয়ে উন্নত এবং এসব অস্ত্র বিদেশিদের চেয়ে সম্ভবত কয়েক দশক এগিয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘নতুন অ্যাভানগ্রাদ হাইপারসনিক যান আগামী বছর চালু হবে এবং তাতে থাকবে স্মার্ট আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ২০২০ সাল থেকে সামরিক বাহিনীতে যুক্ত হবে।’
তিনি আরো বলেন, ‘রাশিয়ার নতুন আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলার পথে গতি ও উচ্চতা দুটোই পরিবর্তন করতে পারে এবং বোনো বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা একে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।’