রাজস্থানের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেল কোহলিরা

0
408

খবর ৭১ঃ রাজস্থান রয়্যালসের কাছে ৩০ রানে হেরে চলতি আইপিএলে খেতাব জয়ের লড়াই থেকে বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে ৪টি গুরুত্বপূর্ন উইকেট নিয়ে বিরাট কোহলিদের বিদায় নিশ্চিত করেছেন রাজস্থান স্পিনার শ্রেয়স গোপাল। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে চারটি উইকেট নেন রয়্যালসের এই কর্নাটকি স্পিনার৷

টসে জিতে প্রথম ব্যাট করে কোহলিদের সামনে ১৬৫ রানের লক্ষ্য রেখেছিল রাজস্থান রয়্যালস। বাঁচা মরার ম্যাচে রান তারা করতে নেমে ১৯.২ ওভারে ১৩৪ রানে অল-আউট হয় রয়্যাল চ্যালেঞ্জার্স।

ওপেনিং ব্যাট করতে এসে ব্যর্থ হন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ৯ বল খেলে ৪ রান করে গৌতমের বলে বোল্ড হয়ে ডাগ-আউটে ফেরেন ভারতীয় অধিনায়ক। ৩৫ বলে ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেললেও শেষ রক্ষা করতে পারেননি চ্যালেঞ্জার্সদের ‘সুপারম্যান’ এবি ডি ভিলিয়ার্স।

১৪ ম্যাচ শেষে রাজস্থান রয়্যালস্ট ১৪ পয়েন্ট ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২ পয়েন্টে টুর্নামেন্ট শেষ করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here