বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের ফলে দেশের উন্নয়ন গতিশীল হবে : বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক খান

0
391

স্টাফ রিপোর্টার:
শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, জাজিরা ফাউন্ডেশনের সভাপতি, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের প্রিয়মুখ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপনের ফলে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি আরো অধিক গতিশীল হবে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপন বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জল অর্জন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে তথ্য প্রযুক্তি সহ ৪০ ধরনের সেবা জনগণ পাবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সম্প্রতি সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর মনোনীতদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ শেখ হাসিনা দেশের উন্নয়ন, অগ্রগতি ও সার্বভৌমত্বের প্রতিক। তিনি ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। দেশের উন্নয়ন হয়। দেশে পদ্মা সেতু হয়, পায়রা বন্দর হয়। সুমদ্র সীমায় বিজয় লাভ করে। এখন মহাকাশে বাংলাদেশ বিজয়ী হয়েছে। এজন্য আগামীতে আবার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here