নড়াইল জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি আব্দুল হালিম, সম্পাদক তরিকুল

0
311

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার দ্বিতীয় বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। আব্দুল হালিম জমাদ্দার সভাপতি এবং তরিকুল ইসলাম সাকিলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হেেছ। আগামি দুই বছরের জন্য নড়াইল জেলা কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের (গভঃ রেজিঃ নম্বর বি-২০৯১) কেন্দ্রীয় সভাপতি ওয়াহিদুজ্জামান। সম্প্রতি (২ মে) এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-কার্যকরী সভাপতি জালাল মোল্যা, সহ-সভাপতি মিলন ভূঁইয়া, টিপু সলতান, ইলিয়াস সিকদার, আলি হোসেন, অশোক সরকার ও সাহিদুর মোল্যা, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ শেখ ও মুন্না শেখ, সাংগঠনিক সম্পাদক মকতুল মোল্যা, হাদিয়ার রহমান ও অরুণ বসু, প্রচার সম্পাদক বিশ্বনাথ ও নাজমুল হাসান, অর্থ-সম্পাদক ইব্রাহিম শেখ, দপ্তর সম্পাদক দিলীপ সিংহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল, শ্রমিক কল্যাণ সম্পাদক বিল্লাল, আইন বিষয়ক সম্পাদক মুকুল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন মোল্যা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন দাস, সমাজ কল্যাণ সম্পাদক কাশেম দাস, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নূর আলী মোল্যা, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ শেখ, সড়ক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব, কার্যকরী সদস্য বিকাশ দাস, বাহারুল ইসলাম, ইয়াসিন ও রবিউল শেখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ খান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্নিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর আগে গত ১৬ মে দুপুরে নবগঠিত কমিটির নেতারা জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুল হালিম জমাদ্দার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সাকিল, লোহাগড়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমনসহ সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিক নেতারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামিতেও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here