নড়াইলে মুক্তিযোদ্ধার নামফলক ভেঙ্গে ফেলার অভিযোগে একজনকে আটক

0
310

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকায় মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কালাম আজাদের নামফলক ভেঙ্গে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মে) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকরাম মোল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সবুর ফকির, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার হেকমত আলী, কলাবাড়িয়া গ্রামের দুলিনা বেগম দুলি, বিউটি সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, বৃহস্পতিবার (১৭ মে) গভীর রাতে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া কবরস্থান মোড়ে মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কালাম আজাদের নামে নির্মিত গেটের নামফলক প্রতিপক্ষরা ভেঙ্গে ফেলে । তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ(ওসি) বেলায়েত হোসেন এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’ #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here