জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৭

0
571

এম এম আতাউর রহমান (জীবন),জয়পুরহাট,প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে থানা পুলিশের মাদক বিরোধী ঝুটিকা অভিযান চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন ও তদন্ত ওসি আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে কঠোর অভিযানে গত ২৪ ঘন্টায় ০১ জন মাদক ব্যবসায়ী সহ আটক ০৭। আটক কৃতরা হলেন,০১. মাদক ব্যবসায়ী বিউটি বেগম (২৩), স্বামী মোঃ সোহেল রানা গ্রামঃ পশ্চিম রামচন্দ্রপুর,উপজেলাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট। ০১. মাদকসেবী নঁওগা জেলার কালিতলা গ্রামের মজিবর রহমানের ছেলে, শফিকুল ইসলাম সবুজ (২৭), ০২. একই জেলার রানীনগরের নিজাম উদ্দিনের ছেলে, আব্দুল্যা আল মামুন (২৮), ০৩.জয়পুরহাট শান্তিনগরের তোফাজ্জল হোসেনের ছেলে, তওসিফ আনসারী প্রিন্স (২৫), ০৪. জয়পুরহাট সবুজ নগরের নুর মোহাম্মদ এর ছেলে, মহি উদ্দিন (৩০), ০৫. জয়পুরহাট বাগিচাপাড়ার তারাজুল ইসলামের ছেলে, আবু মুছা শিপন (২৮), ০৬. জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামের সামছুদ্দিন ফকিরের ছেলে, সাইফুল ইসলাম (২৯)। এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন খবর ৭১ কে জানান, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে এই ঝুটিকা অভিযান পরিচালনা করতেছি। এবং গত ২৪ ঘন্টায় ০১ জন মাদক ব্যবসায়ী সহ ০৬ জন মাদক সেবীদের আটক করে জেল হাজতে প্রেরন করি। তিনি আরো জানান যে,মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here