খবর ৭১: আজ শুক্রবার পবিত্র রমজানের প্রথম দিনে এতিম এবং আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন বিএনপি নেতারা। এ উপলক্ষে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ইফতার মাহফিলে দলের সিনিয়র নেতারা থাকবেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।