সৌদি আরব, মরক্কো ও সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

0
385

খবর ৭১: আর মাত্র ছাব্বিশ দিন বাকি বিশ্বকাপ ফুটবলের। বিশ্বের সবচেয়ে বড় এ ফুটবল মঞ্চের জন্য প্রাথমিক দল ঘোষণা করতে শুরু করে দিয়েছে দলগুলো। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো দলগুলো এরই মধ্যে নিজেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার আফ্রিকার দুই দেশ সেনেগাল ও মরক্কো এবং এশিয়ার দল সৌদি আরব বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। নিজেদের ইতিহাসের পঞ্চম বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন সৌদি আরবের কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি। ‘এ’ গ্রুপের ম্যাচে সৌদি আরব ও স্বাগতিক রাশিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। এছাড়া গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও মিশর।
অন্যদিকে মরক্কো ও সেনেগাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বৃহস্পতিবার। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে মরক্কোর প্রতিপক্ষ পর্তুগাল, স্পেন ও ইরান। ‘এইচ’ গ্রুপে সেনেগালের ৩ প্রতিপক্ষ পোল্যান্ড, কলম্বিয়া ও জাপান।
সৌদি আরবের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : আসাফ আল কোয়ারনি, মোহাম্মদ আল-ওয়াইস, ইয়াসির আল মুসাইলেম, আব্দুল্লাহ আল-মায়ুফ।
ডিফেন্ডার : মানসুর আল-হারবি, ইয়াসির আল-শাহরানি, মোহাম্মদ আল-ব্রেইক, সাঈদ আল-মোয়াল্লাদ, মোতাজ হাওসায়ি, ওসামা হাওসায়ি, মোহাম্মদ জাহফালি, আলি আল-বুলাইহি।
মিডফিল্ডার : আব্দুল্লাহ আল-খাইবারি, আব্দুল মালেক আল-খাইবারি, আব্দুল্লাহ ওতায়েফ, তাইসির আল-জসিম, হোসাইন আল-মোগাহুই, সালমান আল-ফরজ, নাওয়াফ আল-আবেদ, মোহাম্মদ কানো, হাত্তান বাহেব্রি, মোহাম্মদ আল-কিউকবি, সালেম আল-দাওসারি, ইয়েহিয়া আল-সেহরি।
ফরোয়ার্ড : ফাহাদ আল-মুওয়াল্লাদ, মোহাম্মাদ আল-সাহলাও, মুহান্নাদ আসসিরি।

মরক্কোর ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক : মুনির এল কাজুই, ইয়াসিন বোনু, আহমাদ রেদা টেগনাউটি।
ডিফেন্ডার : মেহদি বেনাতিয়া, রোমেইন সেইস, ম্যানুয়েল দ্য কস্তা, বাদ্র বেনুন, নাবিল দিরার, আছরাফ হাকিমি, হামজা মেন্দিল।
মিডফিল্ডার : এমবার্ক বোসুফা, করিম এল আহমাদি, ইউসুফ আইত বেনাসের, সোফিয়ান আমরাবাত, ইউনুস বেলহানদা, ফয়সাল ফাজর, আমিন হারিত।
ফরোয়ার্ড : খালিদ বোতাইব, আজিজ বোহাদ্দুজ, আইয়ুব এল কাবি, নরদিন আমরাবাত, মেহদি সারসেলা, হাকিম জিয়েচ।
সেনেগালের ২৩ সদস্যের স্কোয়াড
গোলকিপার : আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম এনদিয়াই।
ডিফেন্ডার : ল্যামিন গ্যাসামা, স্যালিউ সিস, কালিদু কোলিবালি, কারা এমবোদি, ইউসুফ সাবালি, সালিফ সান, মুসা ওয়াগু।
মিডফিল্ডার : ইদ্রিসা গুয়াই, চিয়াখু কুয়াত, আলফ্রেড এনডিয়া, বাদু এনডিয়া, চিখ এনডো, ইসমাইলা সার।
ফরোয়ার্ড : কেইতা ব্যালদি, মাম বিরাম দিওফ, মুসা কোনাত, স্যাদিও ম্যান, এমবে নিয়াং, দিয়াফরা সেখো, মুসা সু।
সূত্র : ফিফা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here