মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধের চেষ্টা বিএনপির : নানক

0
337

খবর ৭১ঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ‌‌‘শুরু থেকেই বিএনপি মিথ্যাচারের আশ্রয় নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সকাল থেকে যে খবর পরিবেশন করছেন সেই তথ্য এবং আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, খুলনা মহানগরে যারা ভোটে অংশগ্রহণ করেছেন আমরা তাদের অভিনন্দন জানাই।’
নানক বলেন, ‘এক দিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভুরিভুরি অভিযোগ, আরেক দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করা এটা ছিল স্ববিরোধী।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নয়া পল্টনের স্থায়ী বাসিন্দা রিজভী। আজকে সকাল থেকেই এবং তার আগে থেকেই একই কায়দায় তিনি এই ভোট গ্রহণের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তুলছেন। খুলনার এই অবাধ শান্তিপুর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়ার সামনে নানাবিধ গুজব রটাচ্ছেন।’
নানক বলেন, ‘বিএনপি নামক দলটি যখন ভরাডুবির সম্ভাবনা জেনেই মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, তখন থেকেই তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে গেছে এবং এই মূহুর্তেও তারা সেটি অক্ষুণ্ন রেখেছে।’
জনগণের কাছে প্রত্যাখাত হয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির এটি একটি ধারাবাহিক মিথ্যাচার এবং তাদের জন্মগত অভ্যাস বলে দাবি করেন নানক।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা মনে করি খুলনার জনগণ স্বাধীনভাবেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করছে। গণমাধ্যমই তার সবচেয়ে বড় সাক্ষী। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আমরার আশাবাদী।’
নানক বলেন, ‘দিনশেষে খুলনার জনগণ বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিপুল ভোটে জয়ী করবে খুলনার জনগণ।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here