খবর৭১:ইবি প্রতিনিধি-আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে-২০১৮ তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (১৪ মে) ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগকে এক উইকেটের ব্যবধানে হারিয়ে টানা তিনবারের মতো শিরোপা ধরে রাখলো বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগটি। এ নিয়ে চতুর্থ বারের মতো আন্ত:বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এ বিভাগ।
বিভাগ সূত্রে জানা যায়, সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ১১৩ রানের টার্গেট দেয় আইন বিভাগকে। জবাবে খেলতে নেমে মাত্র ৪২ রানের ভেতর টপ অর্ডার রিজওয়ান, মুসলিম সহ চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে চাপে পড়ে যায় আইন বিভাগ। তবে লোয়ার অর্ডারদের দৃড়তায় শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌছে যায় টানা তিনবারের আন্ত:বিভাগ ক্রিকেটে চ্যম্পিয়ন দলটি। শেষ ওভারে বাউন্ডারি মেরে এক বল হতে রেখে বিভাগের জয় নিশ্চিত করে ব্যাটসম্যান সুমন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর ড. সেলিম তোহার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান, প্রফেসর ড. মো: শাহজাহান মন্ডল, প্রফেসর ড. আহসান-উল আম্বিয়া, প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম, সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল বারী, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক ড. সোহেল, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।
এসময় আন্ত:বিভাগ, আন্ত:হল (ছাত্র) ও আন্ত:হল (ছাত্রী) ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এবারে আন্ত:হল ক্রিকেট টুর্নামেন্টে (ছাত্র) চ্যাম্পিয়ন লালন শাহ হল ও রানার আপ শহীদ জিয়াউর রহমান হল। অন্যদিকে আন্ত:হল ক্রিকেট টুর্নামেন্টে (ছাত্রী) চ্যাম্পিয়ন বেগম খালেদা জিয়া হল ও রানার আপ দেশরত্ন শেখ হাসিনা হল।
খবর৭১/জি: