চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় আটক-২

0
326

খবর৭১:প্রতিনিধি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাকিবকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। হত্যাকান্ডে ব্যবহৃত ব্লেডসহ,সাকিবের কাছে থাকা ক্যামেরা, মোটরসাইকেল ও মোবাইল ফোন আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান প্রেস ব্রিফিংয়ে আরো জানান,প্রেম ঘটিত কারনে সাকিবের বন্ধু তৌফিকুল ইসলাম তপু ও পাভেল তাকে হত্যা করে। তপুর এক বান্ধবীর সাথে সাকিবের প্রেমের সম্পর্ক ছিল। তপু সাকিবকে তার বান্ধবীর সাথে মোবাইলে কথা বলতে নিষেধ করতো। এই নিয়ে কয়েক মাস আগে সাকিব তপুকে মারধর করে। উক্ত ঘটনার জের ধরে গতকাল সোমবার সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকালে দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর ভাইমারা খালের ধারে নিয়ে প্রথমে প্যান্টের বেল্ট দিয়ে শ্বাসরোধ করে। পরে ব্লেড দিকে গলা কেটে হত্যা করে। আসামীরা দুজন চুয়াডাঙ্গা ভোকেশনাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here