খবর৭১:নড়াইলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মানববন্ধন
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চতুর্থ শ্রেণির কর্মচারীরা আউট সোর্সিং প্রথা বাতিল সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে। বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধন চালাকালে বক্তব্য দেন বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মোরশেদুল আলম মুরাদ, সাধারণ সম্পাদক রিপন সিকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, মহিলা সম্পাদিকা ঝর্না খানম, শেফার, আসাদুজ্জামান প্রমুখ।
খবর৭১/জি: