রাণীনগরে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

0
315

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাণীনগর থানা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা (অপরাধ) অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রকিবুল আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসআই (সিপিও) মো: আইনাল হক, নওগাঁ জেলা পরিষদ সদস্য মো: আব্দুল মান্নান, রাণীনগর থানার (তদন্ত) ওসি মো: আব্দুল মালেক, কাশিমপুর ইউপি চেয়ারম্যান ও কাশিমপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মো: মোখলেছুর রহমান বাবু, কাশিমপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মো: আলমগীর আলম রবি, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দয়ারাম সাহা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল মান্নানসহ শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও গুন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here