নির্বাচনে ভোট দিয়েছেন ২ মেয়র প্রার্থী

0
589

খবর৭১:খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে রহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এর আগে সকাল ৮টার দিকে শহরের পাইওনিয়ার গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না- বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আসলে তারা কেন্দ্রে আসছেনই না। দূর থেকে কেবল অভিযোগ করছেন।’

বিএনপির প্রার্থী মঞ্জু বলেন, আমার কাছে খবর এসেছে সকাল থেকে অন্তত ৩০ কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এমনকি তাদের মারধরের ঘটনাও ঘটেছে। এ সময় রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকাল ৮টায় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here