খবর ৭১: রেলমন্ত্রী মুজিবুল হক যমজ পুত্রসন্তানের বাবা হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। মা ও যমজ সন্তান এখন ভালো আছেন।
রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব এনএএম জসিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, রেলমন্ত্রী মুজিবুল হক যমজ পুত্রসন্তানের বাবা হয়েছেন। মা ও সন্তান দুটি সুস্থ আছেন। এখন সবাই স্কয়ার হাসপাতালে আছেন।
২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার বাসিন্দা হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রেলমন্ত্রী। এর আগে ২০১৬ সালের ২৮ মে রেলমন্ত্রী কন্যা সন্তানের বাবা হন।