খবর ৭১:’ব্লু হোয়েল’ গেমের আতঙ্ক শেষ হতে না হতেই নতুন এক মরণখেলা ইন্টারনেটে ছাড়া হয়েছে যার নাম ‘ডিওডোরেন্ট চ্যালেঞ্জ’।
ব্লু হোয়েল দুনিয়াজুড়ে ঝড় তুলেছিল। আতঙ্কে পড়ে গিয়েছিলেন অভিভাবকরা। পুলিশ হন্যে হয়ে খুঁজছিল ডার্ক ওয়েবে এই গেম ছড়ানোর মাস্টারমাইন্ডদের। শেষ পর্যন্ত ব্লু হোয়েলকে মানুষের দেহ থেকে সমুদ্রে পাঠানো সম্ভব হয়েছিল। সেই মারাত্মক স্মৃতি মুছে যেতে না যেতেই এই মরণখেলা ছড়ানো হচ্ছে ইন্টারনেটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে জেমি প্রেসকট নামের এক নারী ফেসবুকে এটি নিয়ে একটি পোস্ট করেন।
ডিওডোরেন্ট চ্যালেঞ্জটি হলো লম্বা সময় ধরে ত্বকের ওপর ডিওডোরেন্ট স্প্রে করা। চ্যালেঞ্জে অংশ নেয়া তরুণরা কে কত লম্বা সময় ধরে নিজের ত্বকে ডিওডোরেন্ট স্প্রে করতে পারে তার প্রতিযোগিতায় নামে। কিন্তু দীর্ঘ সময় ধরে টানা স্প্রে করার ফলে ত্বকে সৃষ্টি হয় ভয়ানক ক্ষত। এমন ক্ষত, যার নিরাময়ের জন্য ত্বক পরিবর্তন করে নতুন ত্বক সংযোজন করতে হয়েছে অনেকের ক্ষেত্রে।
বেশির ভাগ মানুষই এই বিপদ সম্পর্কে জানে না। আপাতত এশিয়ায় এই খেলা ছড়িয়ে পড়ার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
খবর ৭১/ এস: