ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
মাদক সেবন ও মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে আত্মসমর্পন করলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিন দেবীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মাদক সেবী ও ব্যবসায়ী আবুল বাশার। বুধবার বেলা ১টায় ঘোড়াঘাট উপজেলার মাদক, চোরাচালান, জঙ্গী, সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম আকাশের নেতৃত্বে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নিকট অঙ্গীকার পত্র দিয়ে শপথ বাক্য পাঠ করে আবুল বাশার। মাদক ব্যবসায়ী আবুল বাশার জানান, আমি দীর্ঘদিন থেকে মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছিলাম। মাদক ব্যবসার করার কারনে আমার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। আমি বুঝতে পারলাম যে, মাদক সেবন ও মাদক ব্যবসা জঘন্যতম অপরাধ। তাই আমি গত দুই মাস পূর্বে মাদক সেবন ও ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে আমি অন্য সব বৈধ ব্যবসা করে স্বাভাবিক জীবন যাপন করে জীবিকা নির্বাহ করার প্রতিশ্র“তি দিচ্ছি।
খবর ৭১/ ই: