যশোরের শার্শার সাতমাইল থেকে মহামূল্যবান জেব্রা উদ্ধার

0
501

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন,যশোর  প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল পশুর হাট থেকে মহামূূল্যবান ১০টি জেব্রা পাওয়া গেছে । এগুলো এলাকার নূর হোসেন তুতুর গরুর খাটাল থেকে পূর্ণ বয়স্ক জেব্রাগুলো উদ্ধার করা হয় বলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি হুমায়ুন কবির জানান।

গোয়েন্দা পুলিশের এসআই মুরাদ হোসেন বলেন, সাতমাইলে হাটের দিন ছিল। হাটের খাটালে ১০টি জেব্রা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এর মধ্যে একটি জেব্রা মারা গেলে বিষয়টি জানাজানি হয়।

ওই খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টহল দল ওই খাটালে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে।

অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি এবং কেউ জেব্রাগুলোর মালিকানা দাবি করেনি বলে জানান এসআই মুরাদ।
তিনি বলেন, “জেব্রাগুলো ভারতে পাচারের জন্য এখানে আনা হয়েছিল বলে মনে হচ্ছে। খাটালে বড় কিছু কার্টন পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, কার্টনে ভরেই জেব্রাগুলো সেখানে নেওয়া হয়।”

সাদা কালো ডোরা কাটা এই আফ্রিকান প্রাণীগুলোর মোট দাম এক কোটি টাকার কম হবে না বলে মনে করছেন এই পুলিশ সদস্য।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন শিকাদার বলেন, জেব্রাগুলো আপাতত যশোর পুলিশ লাইনসে নিয়ে রেখে পরে বনবিভাগের কাছে হস্তান্তরের কথা ভাবা হচ্ছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here