যৌতুকের টাকা গুনতে না পেরে বিয়ে হল না যুবকের!

0
589

খবর ৭১:যৌতুকের টাকা বর গুনতে না পারায় বিয়েটাই ভেঙে গেল। বিয়ের আসর থেকেই ফিরে যেত হল বর ও বরযাত্রীদের।

পশিচমবঙ্গের বিহারের সারণ জেলার ডোমনছপড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজার জানিয়েছে, ডোমনছপাড়া গ্রামের বাসিন্দা সকলদেব রায়ের মেয়ে রাধা কুমারীর সঙ্গে দানাপুরের হেতনপুর গ্রামের বা সিন্দা রামশঙ্কর রায়ের ছেলে অরবিন্দ কুমারের বিয়ে ঠিক হয়।

শনিবার বরপক্ষের লোকজন বিয়েবাড়িতে উপস্থিত হলে পাত্রের আচরণে সন্দেহ হয় রাধার। এর পর যৌতুকের টাকা গুনতে দেয়া হয় পাত্রকে। কিন্তু পাত্র সেই টাকা গুনতে পারেনি। রাধাও জানিয়ে দেন, এমন ছেলেকে বিয়ে তিনি করবেন না।

পরে সালিশি সভার সিদ্ধান্তে বরপক্ষ নিজেদের গহনা ও উপহার ফেরত নেয়। কন্যাপক্ষও তাদের দেয়া তিলকের সামগ্রী ফেরত নেন। বিয়ে না করেই ফেরত যেতে হয় অরবিন্দ কুমারকে।

রাধার সাহস ও বুদ্ধি দেখে অবশ্য স্থানীয় মধুরা থানার সিহোরিয়া গ্রামের ছেলে অজয় রায় বিয়ে করতে রাজি হয়ে যান। অজয়কে বিয়ে করে রোববারই শ্বশুরবাড়ি চলে যান রাধা।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here