পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন সুনন্দরদিঘী ইউনিয়নের একমাত্র শুনামধন্য বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ বাজারেই অবস্থিত কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়টি।
এই বিদ্যালয় থেকে এস,এস,সি পরীক্ষা দিয়েছিল বিথী রাণী(১৫)নামের এক ছাত্রী।আজ ৬মে সারা দেশে প্রকাশ পায় এস,এস,সি ও সমমানের পরীক্ষার ফল।এতে বিথী রাণী এক বিষয়ে ফেল করেছে বলে জানতে পারে কিন্তু পরিবারের একমাত্র আদরের মেয়ে বলে তাকে সবাই শান্তনা দিচ্ছিলেন যে আগামীতে চেষ্টা কর পাস করবে।কে শুনে কার কথা বুকে যে তার কত ব্যাথা,এই ব্যাথা সজ্য করতে না পেরে বিথী রাণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে তার বাবা ধীরেন জানান।ততক্ষনাৎ চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু সায়েম তাকে মৃত ঘোষণা করেন।
আজ ছিল বিথীর খুশির দিন অথচ সবাইকে কাদিয়ে সে এমন সিদ্ধান্ত নিয়ে চলে গেল না ফেরার দেশে।তাই বিথীর
বাবা ধীনেন বড় আক্ষেপ নিয়ে বলেন শুধু পরীক্ষার জন্য এমন আদরের মেয়ে চলে যাবে বলে কখনওই ভাবি নাই।
খবর৭১/এস: