উন্নয়নের পথে বড় বাঁধা বিএনপির সন্ত্রাস ও নাশকতা প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক

0
328

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, উন্নয়নের পথে বড় বাঁধা বিএনপির সন্ত্রাস ও নাশকতা। দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। বিএনপি যেভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এভাবে দেশ চলতে পারে না। আগামী নির্বাচনের যাতে বিএনপি জালিয়াতের দল ক্ষমতায় যাতে না আসতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জেলা পরিষদ অডিটরিয়ামে আওয়ামীলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, পদ্মা সেতু দূর্নীতির কালিমা হিলারী ক্লিনটন আমাদের গায়ে কালিমা মেখে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। সত্য প্রকাশ পেয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, আপনারা অনেকেই নৌকা প্রতিক চান। কিন্তু সবাইকে নৌকা প্রতীক দেওয়া সম্ভব নয়। সামনে নির্বাচন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যথা সময়ে প্রার্থীর নাম ঘোষনা করা হবে। সুতরাং আপনারা নির্বাচনের কাজে এখন থেকেই নেমে পরুন। নৌকাকে বিজয়ী করতে হবে।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য আবদুল­াহ আল কায়সার, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এমদাদুল হক ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা. আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, শিল্পবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠেনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here