রুলু সভাপতি ও ইলিয়াস হোসেন সম্পাদক নির্বাচিত

0
344

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
পাইকগাছার ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর পুনরায় সভাপতি ও ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৬৫ জন ভোটারের ৯৩০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী বিভিন্ন পদে পরষ্পরকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়,প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু ছাতা প্রতীকে ৫৯৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে দেওয়াল ঘড়ি প্রতীকে ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিতহয়েছেন,জি,এম, শুকুরুজ্জামান,সাধারণ সম্পাদক পদে ইলিয়াস হোসেন মাছ প্রতীকে ৩৯৯ ভোট,কোষাধ্যক্ষ পদে মোরগ প্রতীক নিয়ে ৪৭১ ভোট পেয়ে মৃত্যুঞ্জয় সরদার ও ৮ টি পরিচালক পদে নাহিদ আম প্রতিকে ৬৫৩,মইনুল গাজী পাখা প্রতীকে ৬৩৬,ইউছুপ সরদার ডাব প্রতীক নিয়ে ৬০৭, হারুনুর রশিদ কলস প্রতীক নিয়ে ৫৯২, নুরু গাজী কাপ-পিরিচ প্রতীকে ৫৭৬, ডালিম সরদার দোয়াত কলম প্রতীকে ৫৫৭,রাজিব কুমার প্রজাপতি প্রতীকে ৫৪৮ ও শেখ আব্দুল আজিজ বাই সাইকেল প্রতীক নিয়ে ৪৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সমবায় দপ্তরের পরিদর্শক শশাংক শেখর রায়,শেখ মারুফুজ্জামান ও সমিতির আলহাজ্ব কাজী আজিজুল করিম। সার্বিক নির্বাচন তদারকি করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here