খবর৭১:অাব্দুল অাওয়াল,মদন প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে বৈঠাকালি গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে মহিউদ্দিন (৩৫) নামে এক যুবক কে মারপিট করে জমির সব ধান কেটে নিয়ে যায় একদল সন্ত্রাসীরা।
গত (০২ মে ২০১৮) বুধবার সকালে ৮ টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বৈঠাকালি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন সকাল ৮ টার দিকে এ জমিতে মোঃ আহাদ মিয়া, রিপন মিয়া, সালাম মিয়া, তাহের মিয়া, ইলিয়াস মিয়া, রঞ্জু মিয়া, সাদ্দাম মিয়ার নেতৃত্বে ৯/১০ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বিবদমান জমির ধান কাটতে যায়।
এ সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হলে মহিউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোন সাক্ষাৎ নেয়া সম্ভব হয় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈঠাকালি গ্রামের গোলাম হোসেন এই জমির মালিক। যার দাগ নং ৫২০, সিএস খতিয়ান নং ২১২, আরোয়ার খতিয়ান নং২২১, জমির পরিমান ৪৫ শতাংশ।
এ ব্যাপারে মদন থানার এস আই মন্তাজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
খবর৭১/জি: