খবর ৭১: অনেকেই মনে করেন বিয়ের পর অভিনেত্রীদের ক্যারিয়ার শেষ হয়ে যায়। কিন্তু এমনটা মনে করেন না বলিউড তারকা আলিয়া ভাট।
তার ভাষ্য, বলিউডের অনেক তারকা বিয়ের পরও অভিনয় চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাতকারে আলিয়া বলেন, আমি ভীষণ খুশি আর এক্সাইটেড ফর সোনম কাপুর। কারিনা কাপুর, সোনম— এরা কেরিয়ারের যে পর্যায়ে এসে বিয়ে করলেন, তাতে সবার সামনে নতুন উদাহরণ তুলে ধরলেন।
‘আমার তো মনে হয় যে, বিয়ে মানেই কেরিয়ার শেষ নয়। আনুশকা হোক বা বেবো বা সোনম… এদের সবার জন্যই আমি খুব খুশি। আমিও যদি কিছু বছরের মধ্যে বিয়ে করি, তা হলে ওদের উদাহরণটা খুব কাজে লাগবে। আর একটা কথা বলি। সোনমের বিয়েতে করণ (জোহর) পারফর্ম করছেন। সেটা দেখার জন্য আমি রীতিমতো উদগ্রীব।’
সামনেই মুক্তি পাচ্ছে আলিয়া অভিনীত ‘রাজি’। এই ছবিতে নিজের মায়ের সঙ্গে প্রথম অভিনয় করছেন তিনি।
এ প্রসঙ্গে আলিয়া বলেন, অভিনয়ে আমার মতোই মা-ও সাবলীল। আর মাকে সেটে দেখার অনুভূতিই আলাদা। আমি একদম আমার মায়ের মতো।
‘রাজি’র পটভূমি ভারত-পাকিস্তানের ১৯৭১ সালের যুদ্ধ। পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে বহু বিতর্ক হয়েছে।
এ বিষয়ে নায়িকা বলেন, আমি মনে করি, যেমন শিল্পের কোনো সীমা থাকা উচিত নয়, ঠিক তেমনই মানবতারও সীমা থাকা অনুচিত। আমরা দুই দেশ এক সময়ে একসঙ্গে ছিলাম।