কাবুলের গুরুত্বপূর্ণ স্থানে জোড়া বোমা বিস্ফোরণ

0
395

খবর৭১:রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ স্থানে পর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী হামলা ছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন।
প্রথম বোমাটি বিস্ফোরিত হওয়ার পর সে স্থানে সাংবাদিক ও উদ্ধারকারীরা ভিড় করে। এরপর সেখানে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে উদ্ধারকারী ও সাংবাদিকরা আহত হয়।

রাজধানী কাবুলের শাসদারাক এলাকায় বিস্ফোরণের এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গণমাধ্যম কর্মীও রয়েছেন বলে জানা গেছে।

যেখানে হামলার ঘটনা ঘটেছে তার আশেপাশে ন্যাটো, সিআইএ ও আফগান প্রতিরক্ষা দফতর অবস্থিত।

মোটরসাইকেলে করে এক ব্যক্তি এ আত্মঘাতী হামলায় চালায়।
বোমা হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here