Mobility i Tap’n Payএর ইফতার ও দোয়া মাহফিল

0
874
  1. খবর ৭১: বাংলাদেশে নতুন ধারার আর্থিক লেনদেন প্রতিষ্ঠান Mobility i Tap’n Pay এর গুলশান কার্য়ালয়ে আজ রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশেকুর রহমান ( এমপি),   Mobility i Tap’n Pay এর চেয়ারম্যান ড. জহির উদ্দিন, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ নূরুল আমিন,

MITP প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও এবং খবর ৭১ অনলাইন পত্রিকার সম্পাদক- প্রকাশক ড. কামরুল আহসান,MITP এর পরিচালক কর্ণেল ( অব.) এম এ লতিফ খান, MITP এর হেড অব এডমিন কর্ণেল (অব)  এনায়েত করিম, কামরুল গ্রুপের সিওও উইং কমান্ডার এন এম খলিলুুর রহমান, খবর ৭১ এর নিউজ এডিটর রাশিদুল হাসান তামিমসহ  আই ট্যাপ পে প্রতিষ্ঠানের সকল  স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতীর সুখ শান্তি কামনা করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here