খবর৭১: সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) এর সাবেক ঘাঁটি রাকায় একটি গণকবরে ২০০ মানুষের লাশ পাওয়া গেছে। এগুলো জিহাদি ও বেসামরিক মানুষের লাশ।
শনিবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রাকা সিভিল কাউন্সিল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দাল্লাহ্ আল-এরিয়ান বলেন, ওই গণকবর থেকে প্রায় ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে ২শ’টির মতো লাশ রয়েছে। একটি হাসপাতালের কাছে ফুটবল খেলার মাঠে গণকবরটি পাওয়া গেছে।
খবর৭১/এস: