খবর ৭১:আইপিএলের ১৬তম ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন ক্রিস গেইল। তার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের আরেক ওপেনার লোকেশ রাহুল।
এই রিপোর্ট লেখা অবস্থায় পাঞ্জাবের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮ ওভারের খেলা শেষে ৫৩/১ রান। ২৬ বলে ৩১ রান নিয়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন গেইল।
রশিদ খানের লেগ স্পিনে বিভ্রান্ত হন লোকেশ রাহুল। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে ২১ বলে ১৮ রান করেন পাঞ্জাবের এ ওপেনার।
বৃহস্পতিবার মোহালির পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে সাকিবআল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে কিংস একাদশ পাঞ্জাব।
আইপিএলের চলমান ১১তম আসরে নিজেদের প্রথম তিন খেলায় ২টি জয়ে পায় পাঞ্জাব। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান গেইলদের।
অন্যদিকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাকিবদের হায়দরাবাদ আছে টেবিলের দ্বিতীয় অবস্থানে। তাদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
খবর ৭১/ এস: