খবর৭১: জাতীয় পার্টি এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জানিয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘জনগণের আস্থা হারিয়ে সরকার এখন দিশেহারা। আমরা কারো সাথে নেই, একাই আছি। জাতীয় নির্বাচনে তিনশ আসনেই আমরা একক প্রার্থী দেবো।’
এরশাদ বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বর্তমানের তাদের অবস্থা নাজুক।’
রবিবার (১৫ এপ্রিল) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একইসঙ্গে বিএনপি প্রসঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘বিএনপির অবস্থা এখন ছিন্নভিন্ন। তাদের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা মাথায় নিয়ে কারাভোগ করছেন। বিএনপি এখন নেতাশূন্য দল। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে।’
আওয়ামী লীগ ও বিএনপিকে জনবিছিন্ন উল্লেখ করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এখন জনগণের একমাত্র আস্থার দল; এই মুহূর্তে নির্বাচন করার মতো জনপ্রিয় দল। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ভোট দিয়ে জাতীয় পার্টিকেই দেশ পরিচালনার দায়িত্বভার অর্পণ করবে বলে আমার বিশ্বাস।’
কোটা সংস্কার ইস্যুতে এরশাদ বলেন, ‘সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা দেয়া হয়েছে তা সম্পূর্ণ যৌক্তিক। কোটা ব্যবস্থা নিয়ে ছাত্রদের মনে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, তাদের মনে কষ্ট, দুঃখ ছিল। আন্দোলনের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে।’
তবে একেবারেই মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা ঠিক হবে না বলে মনে করেন তিনি।
জেলা জাতীয় পার্টিও সভাপতি ও প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, মেজর (অব) খালেদ আখতার, শওকত চৌধুরী এমপি, সালাউদ্দিন মুক্তি এমপি, সাহানারা বেগম এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফখর উজ জামান জাহাঙ্গীর, রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আক্কাস আলী সরকার, রংপুর মহানগর জাতীয় পার্টির সেক্রেটারি এসএম ইয়াসির, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি নুরে আলম যাদু, কাউনিয়া উপজেলা সেক্রেটারি মোশাররফ হোসেন, পীরগাছা উপজেলা সভাপতি আবু নাসের মাহবুবার রহমান, গংগচড়া উপজেলা সভাপতি সামসুল আলম, বদরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান সাবলু চৌধুরী ও রংপুর সদর উপজেলা সেক্রেটারি মাসুদার রহমান মিলন প্রমুখ।
পরে মসিউর রহমান রাঙ্গা এমপিকে সভাপতি ও ফখর উজ জামান জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।
খবর৭১/এস: