কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

0
288

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-রংপুর সড়কের ছিনাই বাজারের কাছে বিদ্যুতের পোলবাহী ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩৫) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত ব্যক্তি লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাট বাজারের আকবর আলীর পূত্র। রোববার বিকালে দূর্ঘটনা ঘটার পরপরই স্থানীয়রা রাস্তায় অবরোধ সৃষ্টি করলে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, ওই সাইকেল আরোহী ছিনাই বাজার থেকে বাড়ি ফেরার সময় রংপুর থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে ট্রাকটি কুড়িগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here