আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫শ’ ৫৩ পিস ইয়াবাসহ রাকিবুল বারী ওরফে অপু (৪১) ও ওয়াহেদুল আলী (২৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, রবিবার ভোরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেররকে জেলা সদরের দক্ষিণ ধানঘড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃত ইয়াবা ব্যবসায়ী অপু ঐ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে ও ওয়াহেদুল মৃত ইউনুস আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি- একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২ লক্ষ ২১ হাজার ২’শ টাকা। এ ব্যাপারে সংশ্লিস্ট আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের আরও ২টি মাদক সংক্রান্ত মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
খবর ৭১/ ই: