মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সকালে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব এমপি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, কৃষি অফিসার আতিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৮ ইউনিয়নের ৩৪০ জন কৃষকের মধ্যে এক হাজার ৭ শ কেজি উবশি ও নেরিকা ধানের বীজ এবং ১৩ হাজার ৬ শ কেজি সারসহ প্রত্যেককে ৫০০ টাকা করে মোট এক লক্ষ ৭০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়।
খবর ৭১/ইঃ