হকার উচ্ছেদে গুলি: দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশীট

0
697

খবর ৭১ঃ গুলিস্তানে হকার উচ্ছেদের সময় গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে চার্জশীট দিয়েছে পুলিশ। ১১ই এপ্রিল শাহবাগ থানার এসআই আকরাম হোসেন মহানগর হাকিম আদালতে চার্জশীটটি জমা দেন। এ মামলার দুই আসামি হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
২০১৬ সালের ২৭শে অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। ওই সময় হকারদের দিকে অস্ত্র উঁচিয়ে গুলি করেন ছাত্রলীগের এই দুই নেতা। পরে সংবাদ মাধ্যমে ছবি প্রকাশ পেলে ছাত্রলীগ তাদের বহিস্কার করে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here