ডন দাউদ ইব্রাহিমের ৩ শুটার গ্রেফতার

0
337

খবর৭১: ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের তিন ঘনিষ্ঠকে গ্রেফতার করার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। খবর দ্য ইকোনমিক টাইমসের।

ডি-কোম্পানির তিন শুটারকে বুলন্দশহর থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম। গ্রেফতারকৃতরা হলেন- সলিম আহমেদ আনসারি, আবরার ও আসিফ। তিনজনই বুলন্দশহরের বাসিন্দা।

দিল্লি পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভিকে খুনের ছক কষছিল। এই তিনজনের সঙ্গে দুবাইয়ের ডি-কোম্পানির যোগাযোগ ছিল। দাউদের এই তিন সহযোগীর থেকে পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়৷

ডিসিপি প্রমোদ কুমার কুশওয়াহর ভাষ্য, বহুদিন ধরেই তাদের গতিবিধির ওপর নজর রাখছিল তাদের সেলের টিম। তিনজনের সঙ্গে দুবাইয়ের ডি-কোম্পানির যোগাযোগ ছিল। এরা রিজভিকে হত্যার ষড়যন্ত্র করেছিল। অন্যান্য তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here